Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার নিরব-বুবলি জুটি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৭

এক বছরের বিরতি ভেঙ্গে আবারও অভিনয়ে ফিরছেন নায়িকা বুবলি। নিরবের বিপরীতে ‘চোখ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন আসিফ ইকবাল জুয়েল। রাজধানীর একটি রেস্তরাঁয় সোমবার (১৫ ফেব্রুয়ারি) নিরব ও বুবলি চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের সঙ্গে আছেন রোশান।

থ্রিলার গল্পের ‘চোখ’-এর চিত্রনাট্য করছেন অনামিকা মন্ডল। এ মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

গণমাধ্যমকে বুবলি বলেন, এ ছবিটির গল্প দারুণ। আমি শুনেই মুগ্ধ হয়েছি। এখানে আমার গেটআপ হবে ওয়েস্টার্ন ও করপোরেট।

এটি নিরব-বুবলি জুটির দ্বিতীয় ছবি। তাদের প্রথম ছবি সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিরবের সঙ্গে দ্বিতীয়বার কাজ করা প্রসঙ্গে বুবলি বলেন, নিরব ভাইয়া দারুণ একটা মানুষ। তার সাথে আগের কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। এবারের কাজটাও নিশ্চয় ভালো হবে।

‘চোখ’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

সারাবাংলা/এজেডএস

ক্যাসিনো চোখ নিরব বুবলি

বিজ্ঞাপন

জবিতে বিষয় পছন্দের সময় বাড়ল
২৩ এপ্রিল ২০২৫ ১৫:২৬

আরো

সম্পর্কিত খবর