Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিয়াকত আলী লাকীর মেয়াদ বাড়লো


২০ মার্চ ২০১৮ ১৬:৩১

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

তৃতীয়বারের মতো মেয়াদ বাড়লো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর। আগামী দুই বছর শিল্পকলার মহাপরিচালক হিসেবে থাকবেন তিনি। এই নিয়ে তিনি টানা চারবার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন লিয়াকত আলী লাকী।

সোমবার (২০ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ১০ এপ্রিল ২০১৮ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

তৃতীয়বারের মতো মেয়াদ বাড়ায় বেশ উচ্ছসিত লিয়াকত আলী লাকী। চতুর্থবারের মতো শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব পেয়ে লিয়াকত আলী লাকী বলেন, ‘জেলায় জেলায় শিল্পকলা একাডেমির কাজকে আমরা বেগবান করতে চাই। সেইসঙ্গে আমরা প্রবেশ করতে চাই উপজেলা পর্যায়েও। তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেইসঙ্গে আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে। সেগুলো যেনো সারাদেশে ছরিয়ে দিতে পারি, সেই লক্ষ্যেই কাজ করব। বাংলাদেশ হোক সংস্কৃতি চর্চার দেশ।’

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর