Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ পেল ‘প্রিয় তুই আমার’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১০

নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী ইশরাত জাহান জুঁই। নাম ‘প্রিয় তুই আমার’। ভালোবাসা দিবস উপলক্ষে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর কিউডিএস রেস্টুরেন্টে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় গানটি।

মিনার মাহমুদের কথায় এটির সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। গানটিতে জুঁইয়ের সঙ্গে মডেল হয়েছেন অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ।

গানটি প্রসঙ্গে জুঁই বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে গানটি করা। ঠিক আগের মতই দর্শক-শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি। এই ভেবে নিজের ভেতর ভালোলাগা কাজ করছে। দর্শকদের এমন উৎসাহে নতুন গান করার সাধ জাগে।

নজরুল রাজ বলেন, প্রথমবার আমি মিউজিক ভিডিওতে কাজ করলাম। গানের কথা আর জুঁইয়ের গায়কী চমৎকার ছিল। যার কারণে প্রকাশের পর থেকেই গানটির জন্য সাড়া পাচ্ছি।

এদিকে গানটি প্রকাশ পেয়েছে ‘ইসরাত জাহান জুঁই’ শিরোনামের ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

প্রিয় তুই আমার

বিজ্ঞাপন

খুশদিল ঝড়ে রংপুরের বড় স্কোর
১৩ জানুয়ারি ২০২৫ ২০:৩১

আরো

সম্পর্কিত খবর