Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরাজের ‘উড়ে উড়ে যায় মন’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫২

‘তুই ভালো না মেয়ে’খ্যাত শিল্পী মিরাজের ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘উড়ে উড়ে যায় মন’। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় গানটির ভিডিও বাংলাএক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানের কথা ও সুর করেছেন মাসুদ আহমেদ। মিক্সিং মাস্টার করেছেন নির্ঝর মাক্সক। নৃত্য পরিচালনায় আর এইচ জামান।

গানটির ভিডিও পরিচালনা করেছেন বাংলাএক্সেপ্রেস ফিল্মস এর কর্নধার সাইফুল আলম চৌধুরী। চিত্রগ্রহণে ছিলেন সোহাগ খান। ভিডিওতে অভিনয় করেছেন মারুফ খান ও মালিহা সিনিন।

গানটির ভিডিওয়ের পরিচালক সাইফুল আলম চৌধুরী শাকিব খানের আলোচিত সিনেমা ‘মেন্টাল’-এর প্রযোজক। তিনি বলেন, ‘মিউজিক ভিডিওটি পরিচালনা করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে কম বাজেটে ভালো কাজ করা সম্ভব। এই গানটি আমি একদিনে শুটিং শেষ করেছি। কিন্তু ভিডিওচিত্রে মনে হবে একটি সিনেমার গান।’

তিনি আরও বলেন, নৃত্য পরিচালক আর এইচ জামানের সাথে আমার ভালো বোঝাবুঝির কারনে ভিডিওটি সুন্দর করে ধারণ করা সম্ভব হয়েছে। তাছাড়া মারুফ খান চলচ্চিত্রের শিল্পী হওয়াতে বিষয়টি আরও সহজ হয়েছে।

সাইফুল আলম চৌধুরী জানান, বাংলাএক্সপ্রেস থেকে সামনে সাজ্জাদ পারভেজ ও সুমি শবনমের গানের ভিডিও আসছে।

সারাবাংলা/এজেডএস

উড়ে উড়ে যায় মন মিরাজ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর