Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফফান মিতুলের হ্যাটট্রিক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৫

ভালোবাসা দিবসে আফফান মিতুল অভিনীত তিনটি কাজ মুক্তি পাবে। কাজগুলো তিনটি ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রকাশ পাবে।

লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুক্তি পাচ্ছে মিউজিক্যাল ফিল্ম ‘ইট কাঠের শহর’। ওমর ফারুকের লেখা ‘ইট কাঠের শহর’ গানটি গেয়েছেন কাজী সাজু। সবুজ খান পরিচালিত এই গানের মিউজিক ভিডিও’তে আফফান মিতুলের বিপরীতে জুটিবদ্ধ হয়েছেন ‘ছিন্নমূল’খ্যাত চিত্রনায়িকা অরিন।

বিজ্ঞাপন

রোববার (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘মুনাফিক’। ইভান মল্লিক পরিচালিত এই ওয়েব ফিল্মে জুটি হিসেবে দেখা যাবে মিতুল ও শীতলকে।

এছাড়া ১৯ ফেব্রুয়ারি দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাটি। এতে একটি বিশেষ দৃশ্যে ছাত্রনেতার চরিত্রে অভিনয় করেছেন মিতুল।

এছাড়া বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে ‘তরঙ্গ টিভি’তে সম্প্রচার শুরু হয়েছে চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘গোল্ডেন এরা উইথ আফফান মিতুল’। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আফফান মিতুল।

সারাবাংলা/এজেডএস

আফফান মিতুল ইট কাঠের শহর পাগলের মতো ভালোবাসি মুনাফিক