Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমতিয়াজের কথায় সোহেলের ‘কল্পনা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৪

ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে ‘কল্পনা’ শিরোনামের একটি গান। দেশের জনপ্রিয় মিউজিক লেবেল সঙ্গীতার ব্যানারে গানটি প্রকাশিত হবে।

ইমতিয়াজ মেহেদী হাসানের কথা ও এসডি সাগরের সঙ্গীতায়োজনে গানটি সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন এসএম সোহেল।

গানের কথাগুলো এমন-‘মনের শীতলপাটিতে/ বসে চলো করি/পিওর প্রেম/ওয়ারেন্টিবিহীন দু’ঠোঁটে আঁকি/ভালোবাসার ফ্রেম’।

গানটি সম্পর্কে এসএম সোহেল বলেন, গানটির বাণী পড়ে মনের ভেতর আলাদা এক ভালো লাগা কাজ করে। তাই গাওয়ার জন্য রাজী হয়ে যাই সম্পূর্ণ প্রেমের এই গানটি। ভালোবাসা দিবস উপলক্ষে এটি মুক্তি পাবে। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে গাওয়ার। বাকীটা দর্শক-শ্রোতারা বলতে পারবেন।

গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, কাউকে ভালো লাগলে তাকে নিয়ে মনের ভেতর যে সুপ্ত কল্পনা তৈরি হয়, তার আলোকে গানটি লেখা। চেষ্টা করেছি সুন্দর কথামালা দিয়ে সাজাতে।

সঙ্গীত পরিচালক এসডি সাগর বলেন, গতানুগতিক কথামালার বাইরে চমৎকার একটি গান ‘কল্পনা’। ইমতিয়াজ ভাইয়ের সুন্দর কথামালার এই গানটি যে কারো ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সোহেল ভাইয়ের গায়কীও ভালো হয়েছে। নিজের চেষ্টারও ত্রুটি রাখিনি।

সারাবাংলা/এজেডএস

ইমতিয়াজ মেহেদী হাসান কল্পনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর