Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপূর্ব’র কাছে গান শিখছেন মেহজাবিন


১০ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২৯

হারমোনিয়াম নিয়ে বেশ গম্ভীরভাবে গলা সাধছেন অপূর্ব। তার পাশে বসে তবলা নিয়ে বেশ মনোযোগ সহকারে আয়ত্ব করার চেষ্টা করছেন মেহজাবিন। নাটক ‘মধু সিং’-এর দৃশ্য এটি। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টায়।

নাটকটির গল্প ভাবনা অপূর্ব’র। রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে গুরু শিষ্যের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। নাটকটির গল্প এবং অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘মূলত এটি কমেডি ঘরানার গল্পের একটি নাটক। দু’জন সঙ্গীতপ্রেমী মানুষের নির্ভেজাল কমেডির গল্প তুলে ধরার চেষ্টা হয়েছে এতে। তবে এটা সত্যি গানের প্রতি প্রবল শ্রদ্ধা ভালোবাসা রেখেই গান শেখাকে কেন্দ্র করেই এ নাটকের গল্প এগিয়েছে। নির্মাতাকে আমার গল্প ভাবনা বলে দেয়ার পর চমৎকারভাবেই নাটকটি লিখেছেন। আমি এবং মেহজাবিন চেষ্টা করেছি গল্পানুযায়ী চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। দেখা যাক প্রচারের পর কেমন সাড়া মেলে।’

বিজ্ঞাপন

নাটকটি সম্পর্কে মেহজাবিন বলেন, ‘নাটকটির সংলাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেই সঙ্গে অপূর্ব ভাইয়ার গল্প ভাবনাটাও আমার কাছে দারুণ লেগেছে। একটু ভিন্ন ধরনের চরিত্রে আমাদের দু’জনকে দেখতে পাবেন দর্শক।’

অপূর্ব অপূর্ব’র কাছে গান শিখছেন মেহজাবিন ভালোবাসা দিবসের নাটক মহিদুল মহিম মাছরাঙা টেলিভিশন মেহজাবিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর