Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেলেন ‘রাম তেরি গঙ্গা মইলি’-এর রাজীব কাপুর


৯ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৫

বলিউডে আবার মৃত্যু। মারা গেলেন ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই অভিনেতা রাজীব কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নীতু কাপুর। তার মৃত্যু সংবাদে শোক নেমে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ায় রাজীব কাপুরকে ইনলাক্স হাসপাতালে নিয়ে যান তার বড় ভাই রণধীর কাপুর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাজীব কাপুরকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে কাপুর পরিবারের অনেকেই পৌঁছে গিয়েছেন হাসপাতালে। রাজীবের মৃতদেহ কখন ছাড়া হবে তা এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

১৯৬২ সালের ২৫ আগষ্ট জন্ম রাজীব কাপুরের। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ ছবি দিয়ে আত্মপ্রকাশ বলিউডে। কিন্তু পরিচিতি পান তার বাবা রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবি দিয়ে। এরপর ‘আসমান’, ‘লাভার বয়’, ‘হাম তো চলে পরদেশ’-র মতো ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর। অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনা ও পরিচালনাও করেছেন তিনি। ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘প্রেম গ্রন্থ’ পরিচালনা করেন রাজীব কাপুর। যদিও সেই ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। ১৯৯৯ সালে তার প্রযোজিত শেষ ছবি ‘আ অব লট চলে’। এরপর আর কোনও ছবি পরিচালনা বা প্রযোজনা করেননি রাজীব কাপুর। মাত্র ৫৮ বছর বয়সে আচমকা তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।

ঋষি কাপুর রণধীর কাপুর রাজীব কাপুর রাম তেরি গঙ্গা মইলি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর