Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াই বছর পর আসছে তপুর নতুন গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫২

‘এক পায়ে নূপুর’খ্যাত কণ্ঠশিল্পী তপু আড়াই বছর পর নতুন গান নিয়ে আসছেন। গানটির শিরোনাম ‘পৃথিবী ঘুমাক’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন তপু নিজে। এর সঙ্গীতায়োজন করেছেন রাফা।

নতুন গানটি নিয়ে তপু বলেন, ‘করোনাকালীন আমার মনে হয়েছে আমরা পৃথিবীর উপর অনেক অত্যাচার করেছি। অথচ তার কোন বিশ্রাম নেই। তাকে বিশ্রাম দেওয়া দরকার। এই করোনায় দেখেছি, পৃথিবীটা অনেক বিশ্রাম পেয়েছে। আকাশ আগের চেয়ে অনেক নীল হয়েছে, বাতাসও বিশুদ্ধ হয়েছে। এ ভাবনা থেকে গানটি তৈরি করেছি।’

বিজ্ঞাপন

‘পৃথিবী ঘুমাক’ গানটির ভিডিওতে ফটোগ্রাফার পিনু রহমানের কোভিড-১৯ এর সময়ে তোলা ছবি ব্যবহার করা হয়েছে। ছবিগুলো নিয়ে অ্যানিমেশন তৈরি করে ভিডিওটি বানানো হয়েছে। অ্যানিমেশন করেছেন তিমির দেবনাথ।

পিনু রহমান গানটি নিয়ে বলেন, ‘আমার তোলা কোভিড-১৯ এর আগের এবং চলাকালীন সময়ের ছবি ব্যবহৃত হয়েছে গানটির ভিডিওতে। প্রতিটা ছবিকে আলাদা করে অ্যানিমেশন করা হয়েছে। এধরনের কাজ বাংলাদেশে আমার ও তপু ভাইয়ের জানা মতে প্রথম। আশা করছি দর্শক-শ্রোতারা তা পছন্দ করবে।’

আগামী ১০ ফেব্রুয়ারি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে ‘পৃথিবী ঘুমাক’ গানটি প্রকাশিত হবে।

সারাবাংলা/এজেডএস

ঘুমাক তপু পৃথিবী পিনু রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর