মা হয়েছেন জান্নাতুল পিয়া
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৮
জনপ্রিয় মডেল, উপস্থাপক, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া এক ছেলে সন্তানের মা হয়েছেন। তার স্বামী ফারুক গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোববার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪৭ মিনিটে পিয়ার সন্তান ভূমিষ্ট হয়।
তার স্বামী ফারুক গণমাধ্যমে জানান, পিয়ার সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ ছিল ২২ ফেব্রুয়ারি। কিন্তু এর আগেই সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন পিয়া। আপাতত কোথাও সন্তানের ছবি প্রকাশ করছেন না তারা। পিয়া তার ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া। দীর্ঘদিন প্রেমের পর তারা বিয়ে করেন তারা।
২০০৭ সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে আলো ঝলমলে জগতে আবির্ভূত হন জান্নাতুল পিয়া। এরপর মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনসহ ওয়েব কনটেন্টেও তাকে কাজ করতে দেখা গেছে।
২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে চিত্রজগতে তার আগমন ঘটে। এরপর আরও কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি আসরে তাকে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি।
জান্নাতুল পিয়া অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘চোরাবালি’ (২০১২), ‘দ্য স্টোরি অব সামারা’ (২০১৫), ‘গ্যাংস্টার রিটার্নস’ (২০১৫), ‘প্রবাসীর প্রেম’ (২০১৫), ‘ছিটমহল’ (২০১৬), ‘প্রেম কি বুঝিনি’ (২০১৭)।
সারাবাংলা/এজেডএস