Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টার সিনেপ্লেক্সে ‘মিসবিহেভিয়ার’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩০

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের আলোচিত ছবি ‘মিসবিহেভিয়ার’। ফিলিপা লোথর্পে পরিচালিত কমেডি-ড্রামা ঘরানার এ ছবিতে অভিনয় করেছেন কিয়ারা নাইটলি, গুগু এমবাথা, জেসি বাকলি, লেসলি ম্যানভিল, ফিলিস লোগানসহ আরও অনেকে।

ছবির কাহিনী আবর্তিত হয়েছে ১৯৭০ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ঘিরে। লন্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নারীবাদী বিক্ষোভকারীরা ময়দার বোমা নিক্ষেপ করে। এ ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।

বিজ্ঞাপন

এতে দেখা যাবে, মার্কিন কৌতুক অভিনেতা বব হোপের উপস্থাপনায় লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। সে সময় এ প্রতিযোগিতা ছিলো বিশ্বের সবচাইতে বেশি দর্শকের দেখা টিভি শো। ১০০ মিলিয়নেরও বেশি দর্শক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি দেখছিলো। এ সময় নারী মুক্তি আন্দোলন নামে একটি সংগঠনের কর্মীরা অনুষ্ঠানস্থলে হামলা করে। বন্ধ হয়ে যায় অনুষ্ঠান সম্প্রচার।

এ ঘটনায় নবগঠিত সংগঠনটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। কয়েক ঘণ্টা পর অনুষ্ঠানটি আবার শুরু হয় এবং প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড হিসেবে মিস গ্রানাডাকে বিজয়ী ঘোষণা করা হয়। রীতিমত হৈ চৈ পড়ে যায় সারা বিশ্বে।

একটি ঐতিহাসিক পটভূমিতে নির্মিত হলেও মজার মজার নানা ঘটনা ও অনুষঙ্গে বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে ছবিটি। গল্প, নির্মাণ, অভিনয় প্রশংসা অর্জন করেছে সমালোচকদের কাছ থেকেও। রটেন টমেটোসসহ খ্যাতিমান পত্রিকাগুলোর রিভিউ রেটিংও বেশ ভালো।

সারাবাংলা/এজেডএস

মিসবিহেভিয়ার স্টার সিনেপ্লেক্স

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর