Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর এগিয়ে যাওয়ার গল্পে ‘ফিফটি পার্সেন্ট’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪১

আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীরা এগিয়ে চলছে আত্মবিশ্বাসে। দৃঢ়চিত্তে প্রতিটি ক্ষেত্রে অবদান রাখছে যোগ্যতায়-দক্ষতায়। বিভিন্ন ক্ষেত্রে তাদের অগ্রগতি চোখে পড়ার মতো। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, চাকরি, সাংবাদিকতা, কৃষি, এমন কি নারীর ক্ষমতায়নসহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে নারীর এগিয়ে চলা দৃশ্যমান। নারী নির্যাতন, হত্যা, খুন, ধর্ষণ বন্ধকল্পে নারীর পথচলা নিশ্চিত করা গেলে বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের শিক্ষা, মেধা, দক্ষতা ও কর্মের দ্বারা দেশের অগ্রগতি ও উন্নয়নে যথেষ্ঠ অবদান রাখতে সক্ষম হবে।

বিজ্ঞাপন

নারীদের সুখ, দুঃখ, সংকট, সাফল্য এবং সকল বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে নতুন অনুষ্ঠান ‘ফিফটি পার্সেন্ট’। যেখানে কথা বলছেন সমাজের বিভিন্ন অঙ্গনের নারীরা।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহজামান সরদার শিমুল। ওয়ারদা আশরাফের উপস্থাপনায় এটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার সকাল ১১ টায় বিটিভিতে।

সারাবাংলা/এজেডএস

নারীর এগিয়ে যাওয়া ফিফটি পার্সেন্ট বিটিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর