Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তুমি এসেছিলে পরশু’


৪ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫৬

তিথি প্রতিদিন সজীবকে খেয়াল করে তার বাড়ির ছাদ থেকে অফিস যাওয়ার সময়। একদিন সজীব আসেনি তাই তিথি অস্থির হয়ে যায়। এক সকালে হঠাৎ কলিং বেল বেজে উঠলে তিথি দরজা খুলে দেখে সজিব দাঁড়িয়ে। সজিবকে দেখে তিথি নার্ভাস হয়ে যায়। তিথি ও তার মা বাসায় থাকে, বাবা বিদেশ থাকে। তিথি সেদিন সজিবকে নিয়ে বেরাতে বের হয়। প্রথমদিনের দেখায় একজন মেয়ে একজন অপরিচিত মানুষের সাথে বের হয়ে যায়, যা সজিবকে অবাক করে। এই রহস্যের সমাধান হয় যখন সজিব তিথির মায়ের সাথে কথা হয়। জানতে পারে, তিথির জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা। কিন্তু তিথিকে নিয়ে সজিব অন্যকিছু ভেবেছিলো, যা সজিবকে দগ্ধ করে। কিন্তু তিথির প্রতি সজিবের কেমন যেন একটা ভালবাসা জন্মাতে থাকে।

বিজ্ঞাপন

এমনই একটি গল্পে নির্মিত হলো একক নাটক ‘তুমি এসেছিলে পরশু’। শ্রাবণী ফেরদৌসের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, সারিকা সাবাহ, শিল্পী সরকার অপু, জুনায়েদ, আহসান হাবিব অংকন, ইমরান ইমু, নবীন হাসান প্রমূখ।

‘তুমি এসেছিলে পরশু’ প্রচারিত হবে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

‘তুমি এসেছিলে পরশু’ একক নাটক এনটিভি শিল্পী সরকার অপু শ্রাবণী ফেরদৌস সারিকা সাবাহ সৈয়দ জামান শাওন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর