Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দ আপন আহসান-এর অতিথি আনিসুল হক


৪ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩২

সমাজে বিভিন্ন ক্ষেত্রে এমন অনেক মানুষ আছেন, কর্মগুণে যারা তারার মত উজ্জ্বল! এদের কাউকে আমরা চিনি, কেউ আবার আজও আছেন অন্তরালে। এইসব তারকাদের নিয়েই ‘স্টার টক্’ নামে অনলাইন আড্ডার আয়োজন করছেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ‘স্টার টক্’র এই আড্ডায় অতিথি হিসেবে থাকবেন কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক।

এই আয়োজন এবং অতিথি প্রসঙ্গে সৈয়দ আপন আহসান বললেন, ‘বাংলা সাহিত্যের পাঠক সৃষ্টিতে যে লেখকেরা অবদান রেখেছেন বা রেখে চলেছেন অবিরাম, তাদের মধ্যে প্রথম সারিতে আছে যার নাম, তিনি আনিসুল হক। কিশোর, তরুণ বা জ্যেষ্ঠ – সকলের কাছে তিনি সমান প্রিয়। হোক তা উপন্যাস অথবা সংবাদপত্রের কলাম, কিংবা নাটক-চলচ্চিত্র, তাতে সমসাময়িক বিষয়বস্তুর সৃজনশীল উপস্থাপন আর দেশ ও মানুষের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটিয়ে এই লেখক-সাংবাদিক আজ এক দায়িত্বশীল পেশাজীবীর মর্যাদায় আসীন। ভাষার মাসে আমরা তাই স্টার টক শুরু করতে চাই বাংলা ভাষার এই গুরুত্বপূর্ণ লেখকের সাথে, যিনি তার লেখনীর মাধ্যমে আশার আলো জ্বালিয়ে চলেছেন নিরন্তর। আনিসুল হক আমাদের আগামী স্টার টক-এর অতিথি। আমাদের সাথে আপনারাও থাকবেন আশা করি।’

এক্সপ্রেশান্স’র সহযোগিতায় ‘স্টার টক্’র এই লাইভ আয়োজনটি প্রচারিত হবে ৬ ফেব্রুয়ারি (শনিবার) রাত ৯টায় ফেসবুক পেইজ https://www.facebook.com/SyedAponAhsanOfficial এবং ইউটিউব https:// youtube.com/user/MyApon -লিঙ্কে।

অনলাইন আড্ডা আনিসুল হক ফেসবুক লাইভ সৈয়দ আপন আহসান স্টার টক্

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর