Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু’র সেটে আরিফিন শুভর জন্মদিন পালন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৭

ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক আরিফিন শুভর জন্মদিন মঙ্গলবার (২ ফেব্রুয়ারি)। ১৯৮২ সালের ২ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় জন্মগ্রহণ করেন। গেল কয়েক বছর ভক্তদের সঙ্গে অনুষ্ঠান করলো এবার তিনি ‘বঙ্গবন্ধু’ ছবির সেটে জন্মদিন পালন করছেন।

জানা গেছে, মুম্বাইয়ে শুটিংয়ের এক ফাঁকে ইউনিটের পক্ষ থেকে আরিফিন শুভর জন্মদিনের কেকের ব্যবস্থা করা হয়। সেখানে ইউনিটের অন্যান্যদের সঙ্গে কেকটি কাটেন।

বিজ্ঞাপন

শুভ জানান, অভিনয়ে আসার পর থেকে অধিকাংশ জন্মদিন তাকে শুটিং সেটে পালন করতে হয়েছে। মাঝে মাঝে কয়েকবার তার ফ্যানস ক্লাব থেকে আয়োজনে অংশ নিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে জন্মদিনের জন্য আলাদা কোন আয়োজন করেন না।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’। বায়োপিকটি নির্মিত হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায়। যাতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ।

ছবিটির শুটিং গত বছর মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে ছবিটির শুটিং ভারতে অনুষ্ঠিত হচ্ছে। ভারত অংশের শুটিং শেষ হবে আগামী ১০ এপ্রিল। এরপর বাংলাদেশে বাকি শুটিং বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ জন্মদিন বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর