Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গায়কের ভূমিকায় সাইমন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৩

শাপলা মিডিয়ার তিনটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সাইমন সাদিক। এর মধ্যে সম্প্রতি শুরু শামীম আহমেদ রনী পরিচালিত ‘লাইভসিনেমার শুটিংএ ছবিতে সাইমনকে দেখা যাবে একজন গায়কের চরিত্রে। এর আগে সাইমনকে আনন্দ অশ্রুসিনেমায় গ্রাম্য গায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

সাইমন বলেন, ‘গেল কয়েকদিন ধরেই সিনেমাটির শুটিং করছি। বেশ গোছানো পরিচ্ছন্ন একটি টিম নিয়ে কাজ চলছে। পুরোদমে কাজ করছি। উপভোগ করছি। সেইসঙ্গে এটাও প্রত্যাশা এই সিনেমা ও আমার চরিত্রটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।

বিজ্ঞাপন

লাইভসিনেমায় সাইমনের বিপরীতে দেখা যাবে মাহিয়া মাহিকে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে সাইমন সাদিক অভিনীত আনন্দ অশ্রু। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় সাইমনের নায়িকা মাহিয়া মাহি।

সারাবাংলা/এজেডএস

গায়ক লাইভ সাইমন

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর