Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হৃদয় একটা আয়না’র নতুন ভার্সন আসছে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩৩

প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ‘ফুল নেব না অশ্রু নেব’ ছবির জন্য তৈরি করেছিলেন ‘আমার হৃদয় একটা আয়না’ গানটি। গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও কনক চাঁপা। তুমুল জনপ্রিয় এ গানটি নতুন করে গেয়েছেন এ প্রজন্মের শিল্পী ইমরান ও কনা। নতুন গানের নাম  ‘হৃদয় একটা আয়না ২.০’।

তবে নতুন গানে আগের গানের অন্তরাটুকু থাকছে। বাকি লাইনগুলো লিখেছেন কবির কবুল। নতুন অংশের সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

বিজ্ঞাপন

‘হৃদয় একটা আয়না ২.০’ এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে প্রথমবারের ভিডিওতে একসঙ্গে দেখা যাবে ইমরান-কনাকে। তাদের দুজনের সঙ্গে থাকছেন অনিন্দিতা মিমি।

গানটি নিয়ে ইমরান বলেন, ‘এটা তো অনেক আগের জনপ্রিয় একটি গান। অফিশিয়ালি এর ‘২.০’ সংস্করণ আমরা করছি। কোরাস পার্ট রেখে বাকিটার সুর ও সংগীত নতুন করে তৈরি করা। ইতোমধ্যে আমরা গানটির ভিডিওর দৃশ্যধারণও করেছি। এর মাধ্যমে কণা আপুর সঙ্গে ভিডিওতে প্রথম অংশ নিলাম।’

অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি আগামী ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

সারাবাংলা/এজেডএস

ইমরান কনা হৃদয় একটা আয়না ২.০