Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপূর্ব অপুর ‘মনের শহরে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২৪

ভালোবাসা দিবসকে সামনে রেখে একের পর এক মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে। দিবসটিকে সামনে রেখে মুক্তি পেয়েছে তরুণ কণ্ঠশিল্পী অপূর্ব অপুর নতুন গানের ভিডিও। ‘মনের শহরে’ শীর্ষক এই গানটি লিখেছেন তরুন গীতিকার হাওলাদার সায়ীদ। শফিক মাহমুদের সুরে গানটির সংগীত আয়োজন করেছেন কাউসার খান।

ইতোমধ্যে ‘মনের শহরে’ শীর্ষক গানটির মিউজিক ভিডিও ওম স্টার মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন খান রায়হান। এতে মডেল হয়েছেন স্বাধীন ও নীলা।

বিজ্ঞাপন

নতুন গান প্রসঙ্গে অপূর্ব অপু বলেন, ‘মনের শহরে আসলে একটি রোমান্টিক গান। মেলোডি ঘরানার এই গানটিতে শ্রোতারা প্রেম আবেদনে একেবারে ভিন্ন মাত্রা খুঁজে পাবেন।’

এদিকে অপূর্ব অপুর আরো অর্ধ ডজন গান মুক্তির অপেক্ষায়। নতুন গানগুলো লায়নিক মাল্টিমিডিয়া,  সুরেলা এন্টারটেইনমেন্টসহ একাধিক প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে মুক্তি পাবে বলে জানান অপূর্ব অপু।

সারাবাংলা/এজেডএস

অপূর্ব অপু মনের শহরে