জেরিন বললেন, ক্যাটরিনার কারণেই আমি ব্যর্থ
৩০ জানুয়ারি ২০২১ ২১:৫১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৩:৫৭
বলিউডে তার যাত্রা শুরু হয়েছিল সালমান খানের হাত ধরেই। ২০১০ সালে ব্যবসা সফল ‘বীর’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় সিনেমাপ্রেমীদের কাছে। এরপর ‘হেট স্টোরি থ্রি’, ‘হাউসফুল টু’, ‘বীরাপ্পন’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও, দর্শকদের মনে জায়গা করতে পারেননি জেরিন খান। বলিউড ভাইজানের সুনজরে থাকা সত্ত্বেও কেন এই ব্যর্থতা? সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খোলেন জেরিন খান।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জেরিন খান বললেন, বীর দিয়ে বলিউডে পা রাখার পর তাকে সবাই বলিউডের আরেক অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলে মন্তব্য করেন। যার প্রভাব পড়ে তার কেরিয়ারের উপর। সেই কারণেই বলিউডে পা রেখেও সেভাবে তিনি নিজের জায়গা করতে পারেননি। ক্যাটরিনা কাইফের চেহারার সাথে মিল থাকার কারনেই তার কেরিয়ার শেষ করে দেওয়া হল বলেও ক্ষোভ প্রকাশ করেন জেরিন খান।
এদিকে বলিউডের বার্বি ডল খ্যাত ক্যাটরিনা যেভাবে একের পর এক সফলতা পেয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন, সেখানে জেরিন কীভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।