Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দিরা গান্ধী রূপে কঙ্গনা


৩০ জানুয়ারি ২০২১ ১৮:৪৪

করোনা কালে সেভাবে পর্দায় ধরা না দিলেও একের পর এক বিতর্কিত ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কখনও মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনার বিরুদ্ধে মন্তব্য, আবার কখনও বলিউডে স্বজনপ্রীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন তিনি। সম্প্রতি আবার ভারতের কৃষি আইন নিয়ে সরকারের সমর্থনে সুর চড়িয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। কৃষকদের ‘অপমান’ করায় তাকে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দিলজিৎ দোসাঞ্জ, মিকা সিং-সহ বলিউডের অনেক তারকাই। এমনকী মোদি সরকারের ‘তোষামোদকারী’ হিসেবেও তকমা দেওয়া হয়েছে তাকে। আর এরই মধ্যে ঘোষণা দিয়ে জানালেন, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

নতুন এই ছবি প্রসঙ্গে কঙ্গনা জানালেন, ‘আমরা নতুন চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছি। তবে এটি ইন্দিরা গান্ধীর আত্মজীবনী নয়। বরং এখানে সেই সময়ের দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটই তুলে ধরা হবে। যাতে দর্শকরা পুরো পরিস্থিতির বিষয়ে ওয়াকিবহল হতে পারে। ছবিতে রয়েছেন একাধিক বিখ্যাত অভিনেতা। দেশের অন্যতম আইকনিক চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’

জানা গেছে, কঙ্গনার পাশাপাশি বলিউডের আরও নামী তারকারা রয়েছেন এই ছবিতে। যদিও ছবির নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

ইন্দিরা গান্ধী কঙ্গনা রানাওয়াত বলিউড অভিনেত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর