Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, ভুয়া বললেন ডিপজল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ জানুয়ারি ২০২১ ২০:২৪

বাংলা চলচ্চিত্র জনপ্রিয় খলনায়ক ডিপজল আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিনি ‘চলচ্চিত্র ব্যবস্থাপনা’ নিয়ে প্রতি সপ্তাহে রোববার ও বুধবার ক্লাশ নিবেন। এরকম একটি স্ক্রিনশট ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে ভাইরাল হয়েছে। তবে ডিপজল পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘এত কিছু শুনলাম আপনার কাছে আর আমিই কিছু জানলাম না। আমি ভার্সিটিতে পড়ামু আর আমি জানুম না, এইডা কেমন কথা? এইগুলান ভুয়া, আমার লগে কোনো বিশ্ববিদ্যালয়ের কেউ যোগাযোগ করে নাই। ক্যান ইন্টারনেটে ছড়াইতাছে আমি কিচ্ছু জানি না। এসব মনে হয় পোলাপানের কাম।’

বিজ্ঞাপন

ডিপজল কয়েকদিন টানা শুটিং করে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়, পুরো বিষয়টি মিথ্যে। কোন মহল হয়ত মজা করার উদ্দেশ্যে খবরটি ছড়াচ্ছে। ডিপজল আমাদের কোন ক্লাশ নিচ্ছেন না।

সারাবাংলা/এজেডএস

ডিপজল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর