নেটফ্লিক্সে দেখা যাবে ফারুকীর ‘ডুব’
২৮ জানুয়ারি ২০২১ ১৭:৫৯ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৩
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ২৭ অক্টোবর। আলোচিত সমালোচিত সিনেমাটি এবার দেখা যাবে বিশ্ববিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। এর আগে তা্র পরিচালিত ‘টেলিভিশন’ ছবিটিও নেটফ্লিক্সে দেখা গিয়েছিল।
‘ডুব’ নেটফ্লিক্সে দেখা যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে ফারুকী বলেন, কিছুদিন আগে তারা বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ছবিটি নেটফ্লিক্সে দেখা যাবে।
সিনেমাটি বাংলাদেশ থেকে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ৯১তম অস্কারে প্রতিনিধিত্ব করে।
দেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন ভারতের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সিনেমার সহ প্রযোজকও ছিলেন তিনি।
ডুব সিনেমায় লেখক জাভেদ হাসানের চরিত্রে ইরফান খান, সাবেরি চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, মায়া চরিত্রে রোকেয়া প্রাচী, নিতু চরিত্রে কলকাতার পার্ণো মিত্রসহ আরও অনেকেই অভিনয় করেন।
সারাবাংলা/এজেডএস