Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরফান-মেহজাবিনের ‘রেড ভেলভেট’


২৮ জানুয়ারি ২০২১ ১৩:০২

মজার মজার কেক তৈরি করেন মেহজাবিন। এ বিষয়ে তার সুনামও ছড়িয়েছে। অনলাইনে প্রচুর অর্ডার পান। কেক তৈরির প্রশিক্ষণও দেন তিনি। বান্ধবীর জন্মদিনের কেকের অর্ডার নিয়ে এক অপ্রীতিকর ঘটনার সূত্র ধরে তার সঙ্গে কথা হয় ইরফান সাজ্জাদের। মেহজাবিনের কেক খেয়ে মুগ্ধ হন তিনি। তার কাছ থেকে কেক তৈরি শিখতে চান। যার পথ ধরে তারা একে অপরকে ভালোবেসে ফেলেন। এক পর্যায়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু ইরফানের মা বাধা দেন। কারণ মেহজাবিনের একটা শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে।

বিজ্ঞাপন

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রেড ভেলভেট’। রুম্মান রশিদ খানের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় এই নাটকে ইরফান সাজ্জাদ, মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন মিলি বাশার, গুলশান আরা, লিওনাসহ আরো অনেকে।

একক নাটক ‘রেড ভেলভেট’ প্রচারিত হবে শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে।

ইরফান সাজ্জাদ একক নাটক ‘রেড ভেলভেট’ মাছরাঙা টেলিভিশন মেহজাবিন রুবেল হাসান রুম্মান রশিদ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর