মামুনের অফিসে নিরব, কারণ…
২৭ জানুয়ারি ২০২১ ১৭:৩৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৯:৫৫
পরিচালক অনন্য মামুনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়ক নিরব । মঙ্গলবার (২৬ জানুয়ারি) মামুনের অফিসে ছবিটি তোলা। ছবিটি নিয়ে নানা ধরণের কথা হচ্ছে। কেন অনন্য মামুনের অফিসে নিরব? তারা দুজন কি একসঙ্গে কোন ছবি করছেন?
নিরবের কাছে সারাবাংলা এ প্রসঙ্গ তুলতেই প্রথমে হেসে উড়িয়ে দেন। তিনি বলেন, মামুন ভাইয়ের সঙ্গে এমনিই দেখা করেছি। অনেকদিন দেখা সাক্ষাত হয় না। তাই দেখা করতে গিয়েছিলাম।
একজন পরিচালকের সঙ্গে নায়ক দেখা করতেই পারেন, আড্ডা মারতেই পারেন। কিন্তু যখন সে ছবি পোস্ট করে লেখা হয়, ‘ধন্যবাদ ভাই, অনন্য মামুন’—তখন কিন্তু বিষয়টি সন্দেহের সৃষ্টি করে।
এবার একটু মুখ খুললেন নিরব, ‘আমার আম্মা মারা যাওয়ার আগের দিন মামুন ভাইয়ের সঙ্গে আড্ডা দিয়েছিলাম একটা ছবির ব্যাপারে। এরপর তো আম্মা চলে গেলেন, মামুন ভাইও মামলা মোক্কাদমায় পড়লেন। তাই ওটা নিয়ে একটু কথা বললাম।’
গত ২৫ জানুয়ারি অনন্য মামুন ওয়েব ফিল্ম ‘কসাই’-এর ঘোষণা দেন। তাহলে কি ওই ছবিতে আপনি থাকছেন?
‘আগে ঠিক হোক, তাহলে বলি। ওই ছবিও হতে পারে, আবার অন্য ছবিও হতে পারে’—বলেন নিরব।
নিরব মুখ খুলতে না চাইলেও পরিচালক অনন্য মামুন সারাবাংলাকে বলেন, নিরব ভাই ‘কসাই’-এ থাকার ব্যাপারে মৌখিকভাবে সম্মত হয়েছেন। তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি হওয়ার কথা আজ (বুধবার, ২৭ জানুয়ারি) বিকেলে। তখন আরও বিস্তারিত বলতে পারবো।’
‘কসাই’-এ আরও থাকছেন রাশেদ মামুন অপু। তিনি ছবিটির প্রধান খলচরিত্রে অভিনয় করবেন। এর গল্প অনন্য মামুনের। চিত্রনাট্য করেছেন পাপ্পু রাজ। প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।
২ ফেব্রুয়ারি থেকে ফরিদপুরে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে। টানা ১৭ দিন ওখানে শুটিং হবে। এরপর ঢাকায় ২ দিনের শুটিং হবে।
‘কসাই’ মুক্তি পাবে আই থিয়েটার অ্যাপে।
নিরব বর্তমানে অভিনয় করছেন ‘ছায়াবৃক্ষ’-এ। এ ছাড়া ১ মার্চ থেকে ‘ফিরে দেখা’ এবং এপ্রিল থেকে ‘ক্যাশ’-এ অভিনয় করবেন।
সারাবাংলা/এজেডএস