Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সং ইউ-জুং’র রহস্যজনক মৃত্যু

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ জানুয়ারি ২০২১ ১৯:৪০

দক্ষিণ কোরিয়ার মডেল ও টেলিভিশন অভিনেত্রী সং ইউ-জুং রহস্যজনকভাবে মারা গেছেন শনিবার (২৩ জানুয়ারি)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

কোরিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়, এরই মধ্যে তার শেষকৃত্যও অনুষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে খুব গোপনীয়তা বজায় রাখা হয়।

সং ইউ-জুং ক্যারিয়ার শুরু করেন একটি কোরিয়ান প্রসাধনী কোম্পানির মডেল হয়ে। সেটি ২০১৩ সালের কথা। সে বছরেই টেলিভিশন ড্রামা ‘গোল্ডেন রেইনবো’তে অভিনয় করেন তিনি। তাছাড়া দুটি নাটকে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় কাজ করেছেন।

তিনি জনপ্রিয়তা অর্জন করেন এমবিসি টিভির সিরিজ ‘মেক অ্যা উইশ’-এ অভিনয় করে। এই সিরিজটিতে ২০১৪ ও ২০১৫ সালে মোট ১২০টি পর্বে ছিলেন সং ইউ-জুং। এছাড়া অভিনেত্রীর সিরিজগুলোর তালিকায় অন্যতম ‘স্কুল ২০১৭’ ও ‘ডিয়ার মাই নেম’।

সারাবাংলা/এজেডএস

রহস্যজনক মৃত্যু সং ইউ-জুং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর