Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কসাই’-এর প্রধান চরিত্রে রাশেদ মামুন অপু

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ২০:৩৩

হুট করে পরিচালক অনন্য মামুন নতুন একটি ওয়েব ফিল্মের নাম ঘোষণা করলেন সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায়। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন রাশেদ মামুন অপু। তিনি প্রথমবারের মত কোন ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন।

অপু সারাবাংলাকে বলেন, ‘চলচ্চিত্রে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় নিঃসন্দেহে আনন্দের। এর আগে বহু নাটকে প্রধান চরিত্র কিংবা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। তখন যেমন ভালোভাবে কাজটা করার চেষ্টা করেছি চলচ্চিত্রেও সে চেষ্টা থাকে। এ ছবিতেও তা থাকবে।’

বিজ্ঞাপন

ছবিতে তার চরিত্র সম্পর্কে অপু বলেন, ‘নেতিবাচক চরিত্র। তবে অনেক টুইস্ট আছে আমার চরিত্রে।’

‘কসাই’-এর পরিচালক অনন্য মামুন জানান, অপুর চরিত্রটি একজন সাইকো কিলারের। ছবিতে অন্য শিল্পীদের ব্যাপারে তিনি বলেন, ‘সারপ্রাইজ থাকছে। খুব শিগগিরই সব জানাবো।’

আগামী ২ ফেব্রুয়ারি থেকে ‘কসাই’-এর শুটিং শুরু হবে ফরিদপুরে। টানা শুটিং চলবে ১৭ দিন। এরপর ঢাকায় ২ দিন শুটিং হবে। এটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন। দেখা যাবে আই থিয়েটার অ্যাপে।

এদিকে রাশেদ মামুন অপু সম্প্রতি আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’। এতে তাকে একজন বিপ্লবী শ্রমিক নেতার চরিত্রে দেখা যাবে।

সারাবাংলা/এজেডএস

অনন্য মামুন কসাই রাশেদ মামুন অপু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর