Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ এশিয়ায় বার্লিন স্পটলাইটে কামার আহমাদ সাইমন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৬:৫৮

কামার আহমাদ সাইমনের সঞ্চালনায় হতে যাচ্ছে বার্লিনের ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ (ডব্লিউসিএফ) বিজয়ী ছবির একটি বিশেষ অনলাইন প্রদর্শনী। ‘বার্লিনালে স্পটলাইটঃ ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ শিরোনামে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলংকায় একযোগে অনলাইনে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এইরকম একটি প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশের গ্যোথে ইন্সটিউট।

২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় মিশয়রীয় নির্মাতা তামের আল সাইদের “আখের আয়াম এল মদিনা” (ইন দ্য লাস্ট ডেইজ অফ দ্য সিটি) দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে এই আয়োজন।

বিজ্ঞাপন

প্রথম সারির আন্তর্জাতিক উৎসবগুলোয় আলোচিত বা পুরস্কৃত মোট চারটি ছবি অনলাইনে দেখা যাবে চার মাসে। প্রায় দুইশ ছবি থেকে এই চারটি ছবি গ্যোথের জন্য এই স্পটলাইট গ্যোথের জন্য কিউরেট করেছেন প্রযোজক সারা আফরীন।

উল্লেখ্য কামার আহমাদ সাইমন তার নির্মিতব্য ‘শিকলবাহা’র জন্যও বার্লিন থেকে পেয়েছিলেন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড (ডব্লিউসিএফ)। শ্যুটিং শেষে ‘শিকলবাহা’ এই মূহূর্তে পোস্ট-প্রোডাকশনে আছে।

বার্লিনে ক্যালগারি ফিল্ম প্রাইজ এবং বুয়েনা আইরিস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী নির্মাতা তামেরের সাথে ছবির শেষে প্রশ্নোত্তর পর্বে লাইভ আড্ডা দিবেন কামার আহমাদ সাইমন।

সাইমন বলেন, ‘দুনিয়ার নানান দেশে সমসাময়িক আর্ট হাউজ নির্মাতাদের সাথে লাইভ আড্ডা দেওয়ার সুযোগ শুনেই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম।’

কিউরেটর সারা আফরীন বলেন, ‘আমি ছবি বাছাই করেছি সিনেম্যাটিক ব্রিলিয়ান্স আর দেশে দেশে মানুষের কথা মাথায় রেখে।’

সারাবাংলা/এজেডএস

‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড কামার আহমেদ সাইমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর