Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ণিমা রাণীকে নিয়ে ‘বুবুজান’-এ থাকছেন সালওয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৬:৪১

২০০১ সালে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হয়েছিলেন সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শীল। সে ঘটনার উপর ভিত্তি করে শামীম আহমেদ রনি নির্মাণ করছেন ‘বুবুজান’। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এ ছবিতে মাহিয়া মাহি ও শান্ত খানের পর যুক্ত হলেন নিশাত নাওয়ার সালওয়া।

সালওয়া ‘বুবুজান’-এ যুক্ত হওয়া নিয়ে বলেন, ‘আমি গত পরশু (শুক্রবার, ২২ জানুয়ারি) সন্ধ্যায় চুক্তিবদ্ধ হয়েছি। আমার বিপরীতে আছেন শান্ত খান।’

বিজ্ঞাপন

আপনি কি পূর্ণিমা রাণীর চরিত্রে অভিনয় করবেন? ‘না, ওনার চরিত্রে অভিনয় করবেন অন্য একজন। তার নামটা আমি এখন বলতে পারছি না’—বলেন সালওয়া।

তিনি আরও বলেন, ‘এটি পূর্ণিমা রাণীর ঘটনার উপর ভিত্তি করে। কিন্তু ওনার জীবনের উপর না।’

আগামী মাসের মাঝামাঝি থেকে ছবিটির শুটিং শুরু হবে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের রানার্স আপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। তিনি ইতোমধ্যে অভিনয় করেছেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ এবং সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’।

সারাবাংলা/এজেডএস

পূর্ণিমা রানী শীল বুবুজান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর