ইমরান-পূজার ‘ভালবেসে যে ভুলে যায়’
২২ জানুয়ারি ২০২১ ২০:১৫
ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা জুটি বেঁধে গেয়েছেন অনেক গান। নিজেদের গায়কীর রসায়নে তৈরি হয়েছে এই জুটির নিজস্ব শ্রোতাবলয়। এই জুটির গাওয়া ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘কেন বারেবারে’ গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। দীর্ঘদিন ধরে নতুন গান প্রকাশ করছিলেন না তারা। তাই ভক্তরাও ছিলেন অধীর অপেক্ষায়। ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন গানচিত্র নিয়ে আবার ফিরছেন এই জুটি। গানের শিরোনাম ‘ভালবেসে যে ভুলে যায়’।
মেহেদী হাসান লিমনের কাব্যমালায় গানটির সুর বেঁধেছেন মুহাম্মদ মিলন আর সঙ্গীতায়োজনে করেছেন এমএমপি রনি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে এই গানচিত্রটি।
প্রেম, বিরহ, ভুল বোঝাবুঝি আর ভালোবাসার গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানের ভিডিওতে মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক রানা। থাকছেন ইমরান ও পূজাও।
গানটি শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় অবমুক্ত করা হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
সারাবাংলা/এজেডএস