Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থ্রিডিতে নির্মিত হবে ‘কমলীবালা দেবী’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ জানুয়ারি ২০২১ ১৬:২৬

দেশের প্রথম থ্রিডি সিনেমা হিসেবে ‘অলাতচক্র’ নির্মাণ করেছেন হাবিবুর রহমান হাবিব। এবার তরুণ নির্মাতা আহমেদ সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন ‘কমলীবালা দেবী’। সবকিছু ঠিক থাকলে এটি হবে দেশের দ্বিতীয় থ্রিডি সিনেমা। এমনটাই জানিয়েছেন পরিচালক।

আহমেদ সাব্বির জানান, তারা ইতোমধ্যে ভারতের মুম্বাইয়ের স্কাইওয়ার্ক স্টুডিওয়ের প্রধান আশিষ মিত্তালের সঙ্গে কথা বলেছেন। প্রতিষ্ঠানটি ভারতের ‘রোবট টু’ এবং বাংলাদেশের ‘অলাতচক্র’ ছবিগুলোর থ্রিডি শুটিং থেকে শুরু করে অন্যান্য ব্যাপারে সহায়তা করেছে।

বিজ্ঞাপন

অষ্টাদশ শতাব্দীর অবিভক্ত বাংলার একটি রাজপরিবারের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘কমলীবালা দেবী’। ছবিটির চিত্রগ্রাহক হিসেবে থাকছেন তরুণ চিত্রগ্রাহক ইমরুল হাসান ।

এ ছবির প্রধান চরিত্রে পরিচালক আহমেদ সাব্বির চিন্তা করছেন নায়লা নাঈমকে। সবকিছু ব্যাটে বলে মিলে গেলে তাকে নাম ভূমিকায় দেখা যাবে।

ছবিটি প্রযোজনা করছেন নিশাত খান শর্মী। পরিচালক ও প্রযোজকের প্রথমে ইচ্ছে ছিল স্বল্পদৈর্ঘ্য নির্মাণের। পরে তারা সেখান থেকে সরে এসে পূর্ণদৈর্ঘ্য নির্মাণের সিদ্ধান্ত নেন।

সারাবাংলা/এজেডএস

অলাতচক্র আহমেদ সাব্বির কমলীবালা দেবী থ্রিডি সিনেমা নায়লা নাঈম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর