Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে মুক্তি পেলো ‘জলঘড়ি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ২২:০৩

আসাদ জামান পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘জলঘড়ি’ অনলাইনে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বৃক্ষ ফিল্মসের ইউটিউবে ছবিটি প্রিমিয়ার হয়।

গত ১৮ জানুয়ারি ‘১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রিমিয়ার হওয়্যার কথা ছিল ‘জলঘড়ি’র। কিন্তু সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় প্রিমিয়ার হয়নি।

‘জলঘড়ি’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য আসাদ জামানের। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সাজাহান সৌরভ, ইভান সাইর, জয়িতা মহলানবিশ, রিমন সরকার, সেলিম আহমেদ, হুমায়ুন সম্রাট, ইকতারুল ইসলাম, সোয়েব মনির, নূর ইসলাম, স্বপন আহমেদ, নুসরাত জাহান খান নিপা, রুশো শেখ।

সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দীপন। সম্পাদনা ও রঙ বিন্যাসে ষাইফ রাসেল, আবহ সংগীত রাজেশ সাহা। সঙ্গীত পরিচালনা করেছেন অর্পণ, সর্বনাম, প্রিন্স, অভ্রদীপ্ত।

কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস, মাইন্ড টিউনের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে।

সারাবাংলা/এজেডএস

অনলাইনে মুক্তি আসাদ জামান জলঘড়ি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর