Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ভারতীয় ছবি প্রযোজনায় জয়া আহসান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ২০:৪২

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’। সে প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রযোজনা করেছেন ‘দেবী’। ছবিটি ২টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নেয়। দেশের পর এবার ভারতে ছবি প্রযোজনা করছেন জয়া। খবরটি জানিয়েছে কয়েকটি ভারতীয় গণমাধ্যম।

জয়া আহসান প্রযোজিত প্রথম ভারতীয় ছবির নাম ‘ওসিডি’। পরিচালনা করবেন সৌকর্য ঘোষাল। তিনি জয়াকে নিয়ে পূর্বে মুক্তির অপেক্ষায় থাকা ‘ভূতপুরী’ নির্মাণ করেছেন।

বিজ্ঞাপন

এটি জয়া আহসানের এ বছরের প্রথম ছবি। এ নিয়ে তিনি বলেন, ‘আমি ছবিটিতে কাজ করছি এর বেশি এ মুহুর্তে বলতে চাই না।’

ছবিটিতে ভারত থেকে কৌশিক ও অনসূয়া মজুমদার অভিনয় করবেন। এছাড়া বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা এতে অভিনয় করবেন।

‘ওসিডি’ তে জয়া আহসান একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন। তার একটি ধূসর অতীত রয়েছে। সে জীবন এক রোগী জেনে ফেলায় তাকে হত্যা করে সে। এরপর তার পথের কাঁটাদেরও ধীরে ধীরে সরিয়ে ফেলতে উদ্যত হয় সে।

সারাবাংলা/এজেডএস

ওসিডি জয়া আহসান প্রযোজনা ভারতীয় ছবি