Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযুক্ত ‘মির্জাপুর’, নোটিস পাঠাল শীর্ষ আদালত


২১ জানুয়ারি ২০২১ ১৯:০৪

গত কয়েকদিন ধরেই রিল লাইফের ‘তাণ্ডব’ নিয়ে রিয়াল লাইফেও মহাতাণ্ডব শুরু হয়ে যায় ভারতের বিভিন্ন প্রান্তে। পোড়ানো হয় সাইফ আলী খান ও আয়ুবের কুশপুত্তলিকা। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর করা হয় ওয়েব সিরিজের পরিচালক আলী আব্বাস জাফর ও ডিজিটাল প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে। এরই মধ্যে নতুন বিতর্কে আমাজন প্রাইমের আরেকটি ওয়েব সিরিজ ‘মির্জাপুর’।

ডিজিটাল প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। পঙ্কজ ত্রিপাঠি, আলি ফয়জল অভিনীত ওয়েব সিরিজটিতে উত্তরপ্রদেশের মির্জাপুরের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এমনই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছিলেন এক ব্যক্তি। আর সেই পিটিশনের ভিত্তিতেই আমাজন প্রাইম এবং মির্জাপুরের নির্মাতা ও প্রযোজককে এবার নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, ভারতের সুপ্রিম কোর্টে জমা দেওয়া পিটিশনে অভিযোগকারী বলেছেন, ওয়েব সিরিজটির দু’টি সিজনেই উত্তরপ্রদেশের মির্জাপুর জেলাকে খারাপ ভাবে দেখানো হয়েছে। এতে গোটা জেলার ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই পিটিশনের ভিত্তিতেই আমাজন প্রাইম এবং ওয়েব সিরিজটির নির্মাতা ও প্রযোজককে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত।

তবে এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছে ‘মির্জাপুর’-এর নাম। গত বছর অক্টোবরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে একটি টুইট করেছিলেন মির্জাপুরের সাংসদ ও আপনা দলের জাতীয় সভাপতি অনুপ্রিয়া প্যাটেল। সেখানে তিনি মির্জাপুরের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি তুলেছিলেন। পাশাপাশি বলেছিলেন, মির্জাপুর সম্প্রীতির পিঠস্থান। কিন্তু ওয়েব সিরিজে গোটা এলাকাটির ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, গত কয়েকদিন ধরেই ‘তাণ্ডব’ নিয়ে বিতর্কে উত্তাল গোটা দেশ। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে ওয়েব সিরিজটির নির্মাতা থেকে শুরু করে অভিনেতাদের নামেও। এই পরিস্থিতিতে আমাজন প্রাইমের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ নিয়েও দেখা দিল বিতর্ক।

আমাজন প্রাইম আলি ফয়জল ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ পঙ্কজ ত্রিপাঠি