Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তমার প্রযোজনায় নির্মাণ করবেন তৌকির আহমেদ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ জানুয়ারি ২০২১ ১৭:০১

নায়িকাদের প্রযোজনা সংস্থা খোলার ইতিহাস নতুন না। কিংবদন্তি শাবানা, রোজি আফসারী, রোজিনা থেকে শুরু হালের ববি, মিষ্টি জান্নাতের প্রযোজনা সংস্থা রয়েছে। এবার তাদের দলে যোগ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নায়িকা তমা মির্জা।

তমার প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে ‘মির্জাস ক্রিয়েশন’। যেখান থেকে প্রথম পরিচালক হিসেবে একটি নাটক নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা তৌকির আহমেদ।

বিজ্ঞাপন

নাটকটি নির্মিত হবে ঈদের জন্য। এতে তৌকির ও তমা দুজনেই অভিনয় করবেন।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন তমা মির্জা। তিনি লেখেন, ‘অন্য সবার মতো আমারও কিছু স্বপ্ন আছে, যা আমি লালন করি আমার মতো করে। সেই স্বপ্নগুলোর মধ্যে একটি সত্যি করার পথে পা বাড়ালাম। তৌকীর ভাইয়া সঙ্গে এই প্রথম কাজ করতে যাচ্ছি। আপাতত তার সঙ্গে ঈদের একটি কাজ নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এটি এক ঘণ্টার নাটক। নির্মাণের পাশাপাশি এতে ভাইয়া নিজেও অভিনয় করবেন। আশা করি, এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সঙ্গে আরও অনেক কাজ করা হবে।’

নাটকটির শুটিং কবে শুরু হবে এ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সারাবাংলা/এজেডএস

তমা মির্জা তৌকির আহমেদ মির্জাস ক্রিয়েশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর