৭৬-এ জাভেদ আখতার
১৭ জানুয়ারি ২০২১ ১৮:৩৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৬:৪৬
জাভেদ আখতার- যিনি একাধারে একজন কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার। ভারতের মূলধারার একজন লেখক। যার বেশীরভাগ কাজই সফল এবং জনপ্রিয়। কাজের স্বীকৃতিস্বরূপ অজস্র পুরস্কারে ভূষিত এই কিংবদন্তীর আজ জন্মদিন।
১৯৪৫ সালের আজকের এই দিনে জন্ম নেওয়া বহুমুখী প্রতিভার এই মানুষটি চলচ্চিত্র শিল্পে কাজ করার স্বপ্ন নিয়ে ১৯৬৪ সালে মুম্বাই আসেন। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও ১৯৭০ সাল পর্যন্ত কোনো কাজই পাননি তিনি।
এরপর ১৯৭১ সালে সরহাদি লুটেরা ছবি তৈরির সময় বলিউডের আরেক কিংবদন্তী সেলিম খানের সাথে সাক্ষাৎ হয় জাভেদ আখতারের। এই ছবি ছিলো সেলিম খানের সর্বশেষ অভিনীত ছবিগুলোর একটা। একের পর এক নিজের অভিনীত ছবি ব্যর্থ হওয়ায় চিত্রনাট্য লেখার দিকে মন দেন সেলিম খান। আর ঠিক এই সময় থেকেই সেলিম কাহ্ন ও জাভেদ আখতারের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। বলিউড ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ শুরু করেন তারা। সেলিম খান চিত্রনাট্য লিখতেন আর জাভেদ আখতার তাকে ডায়ালগ দিয়ে সাহায্য করতেন। একপর্যায়ে তারা সেলিম-জাভেদ জুটি নামে ব্যাপক পরিচিতি পান। প্রচুর হিট ছবি উপহার দেন তারা। তার মধ্যে ২২টা ফিল্ম ছিল হিন্দিতে আর দুটো ছিল কন্নড়ে। বলা হয়, তারাই প্রথম স্ক্রিপ্ট রাইটার, যারা বলিউডে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছিলেন। তাদের সময় থেকেই হিন্দি ফিল্মে স্ক্রিপ্ট রাইটারদের ক্রেডিট দেওয়া শুরু হয়। তার আগে কোনও স্ক্রিপ্ট রাইটারদেরই নাম দেওয়া হত না। কিন্তু ১৯৮৪ সালে সেলিম-জাভেদের হিট জুটি আচমকা দুটো আলাদা রাস্তা ধরতে শুরু করল। একসাথে আর কাজ করা হয়নি তাদের।
ব্যক্তিগত জীবনে দুবার বিয়ে করেন জাভেদ আখতার। প্রথম স্ত্রী হানি ইরানি। এখানে তার দুই সন্তান জয়া আখতার ও ফারহান আখতার। এরা দুজনেই বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। পরবর্তিতে হানি ইরানির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর উর্দু কবি কাইফি আজমির মেয়ে জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ আখতার।
কাজের স্বীকৃতি স্বরূপ অজস্র পুরস্কারে ভূষিত হন জাভেদ আখতার। তার মধ্যে রয়েছে- পাঁচ বার জাতীয় পুরস্কার ও ১০ টি ফিল্মফেয়ার পুরস্কার। ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ এবং ‘পদ্মভূষণ’ পুরস্কারেও সম্মানিত করেছেন, এছাড়াও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন তার কবিতা সংগ্রহ ‘লাভা’র জন্য। ২০২০ সালে ‘রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেন জাভেদ আখতার।
আজ (১৭ জানুয়ারি) এই মহাতারকা ৭৬ বছর পূর্ণ করলেন। এমন দিনে তার অনুরাগীদের প্রত্যাশা… একের পর এক সাফল্যের পালক যুক্ত হোক তার মুকুটে।
৭৬-এ জাভেদ আখতার জাভেদ আখতার বলিউড ইন্ডাস্ট্রি শুভ জন্মদিন সেলিম-জাভেদ