Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেনের শপথ অনুষ্ঠানে গাইবেন লেডি গাগা ও জেনিফার লোপেজ


১৬ জানুয়ারি ২০২১ ১৮:২৬

শপথ নিতে চলেছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আর বাংলাদেশ সময় বুধবার বৃহত্তর ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে তারকাদের ঝলমলে উপস্থিতি। আর এতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গাইবেন লেডি গাগা, আর নাচে গানে মাতিয়ে রাখবেন জেনিফার লোপেজ।

ফাদার লিও জে.ও’ডোনোভ্যানের প্রার্থনা দিয়ে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠানের। ‘সেলিব্রেটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার হবে। এই অনুষ্ঠান হোস্ট করবেন বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্কস। থাকবে জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক এবং ডেমি লোভাটোর পারফরম্যান্স। এছাড়াও এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবেন ন্যাশনাল ইউথ পোয়েট জয়ী আমানদা গোরম্যান। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে বক্তব্য দিতে আমন্ত্রণ জানানো হয়েছে জর্জিয়ার একদল কৃষ্ণাঙ্গ দমকলকর্মীকেও।

বিজ্ঞাপন

শপথ গ্রহণ অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে এবিসি, সিবিএস, এনবিসি, সিএনএনসহ বেশ কয়েকটি চ্যানেলে। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। করোনা সংক্রামণ এড়াতে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

কমলা হ্যারিস জেনিফার লোপেজ জো বাইডেনের শপথ অনুষ্ঠান বাইডেনের শপথ অনুষ্ঠান লেডি গাগা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর