Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমন-তানহার ‘আমি বিয়ে করবো না’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ জানুয়ারি ২০২১ ১৬:১০

রকিবুল আলম রকিব নির্মাণ করতে যাচ্ছেন কমেডি চলচ্চিত্র ‘আমি বিয়ে করবো না’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন ইমন ও তানহা তাসনিয়া।

‘আমি বিয়ে করবো না’ ছবির কাহিনি ও চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। ইমন ও তানহাকে গত মঙ্গলবার (১২ জানুয়ারি) চুক্তি করিয়েছেন পরিচালক।

এর আগে শাহিন সুমন পরিচালিত ‘পাঁচ টাকার প্রেম’ নামক কমেডি ছবিতে অভিনয় করেছিলেন ইমন। সেটি সুপার হিট হয়েছিল। এরপর করছেন ‘আমি বিয়ে করবো না’।

এ ছবিটি নিয়ে ইমন বলেন, অনেকদিন পর কোন কমেডি ছবিতে অভিনয় করেছি। এর আগে শাহীন সুমন ভাইয়ের পরিচালনায় ‘পাঁচ টাকার প্রেম’ করে বেশ ভালো সাড়া পেয়েছিলাম। আশা করছি এ ছবিটিও আলোচিত হবে।

তাহনা বলেন, অনেকদিন পর নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। গল্প শুনেই জানিয়েছি, আমি সিনেমা করবো। ১৬ জানুয়ারি থেকে শুটিং শুরু হলেও আমি একদিন পর থেকে শুটিংয়ে যোগ দেব। টানা শুটিংয়ে কাজ শেষ হবে।

সারাবাংলা/এজেডএস

আমি বিয়ে করবো না ইমন তানহা তসনিয়া রকিবুল আলম রকিব

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর