বহু জীবনের গল্প ট্রেলারে
১৪ জানুয়ারি ২০২১ ২০:১৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ২০:১৭
তরুণ নির্মাতা আসাদ জামান নির্মাণ করেছেন স্বাধীন চলচ্চিত্র ‘জলঘড়ি’। সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায়। যাতে একই সঙ্গে দেখা মিলেছে বহু জীবনের গল্প।
এতে রয়েছে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্রকে একদল তরুণের পরিকল্পনা, ওই রাতে বাসায় ফিরতে চাওয়া এক তরুণীর উৎকণ্ঠা, আবার একই সঙ্গে রয়েছে এক দম্পতির অনাগত সন্তান নিয়ে খুঁনসুটি।
দেড় মিনিটের ট্রেলারটি প্রকাশিত হয়েছে বৃক্ষ ফিল্মসের ইউটিউব চ্যানেলে। একই চ্যানেলে আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।
‘জলঘড়ি’র কাহিনি ও চিত্রনাট্য আসাদ জামানের। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সাজাহান সৌরভ, ইভান সাইর, জয়িতা মহলানবিশ, রিমন সরকার, সেলিম আহমেদ, হুমায়ুন সম্রাট, ইকতারুল ইসলাম, সোয়েব মনির, নূর ইসলাম, স্বপন আহমেদ, নুসরাত জাহান খান নিপা, রুশো শেখ।
সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দীপন। সম্পাদনা ও রঙ বিন্যাসে ষাইফ রাসেল, আবহ সংগীত রাজেশ সাহা। সঙ্গীত পরিচালনা করেছেন অর্পণ, সর্বনাম, প্রিন্স, অভ্রদীপ্ত।
কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস, মাইন্ড টিউনের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে।
সারাবাংলা/এজেডএস