Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপূর্ব-সাবিলার ‘কাভার পেজ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ জানুয়ারি ২০২১ ১৯:৫৪

অপূর্ব-সাবিলার ভ্যালেন্টাইন চমক ‘কাভার পেজ’। পৃষ্ঠা ওলটালেই অন্য গল্প- এমন শ্লোগান নিয়ে নাটকটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।

সদ্য শুটিং শেষ হওয়া ‘কাভার পেজ’ প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার জানান, সব মানুষকে বাইরে থেকো বোঝা যায় না। যেমন প্রচ্ছদ দেখে বোঝা যায় না বইটা কেমন। সেজন্য বইটা পুরোটা পড়তে হয়। তেমনভাবে কোনও মানুষকে বাইরে থেকে ভাসা ভাসা দেখে বিচার করা উচিত নয়।

বিজ্ঞাপন

ঠিক এই বিষয়টিকে ফোকাস করে নির্মিত হয়েছে ভালোবাসা ঘরানার নাটকটি।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, রাশেদা আক্তার, সিয়াম নাসির প্রমুখ।

সঞ্জয় সমদ্দার বলেন, ‘আমি একটা ভালো কাজকে উৎসাহিত করতে ভালোবাসার এই গল্পটির ওপর ভর করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

জানা গেছে ‘কাভার পেজ’-এ অপূর্ব-এর চরিত্রের নাম উদয়। মহল্লার বখে যাওয়া যুবকের চরিত্রে দেখা যাবে তাকে। যদিও মানুষটা অন্যরকম। আর সাবিলাকে দেখা যাবে সরকারি এক কর্মকর্তার মেয়ে নীপার চরিত্রে। উচ্ছল ও সাহসী মেয়েটার সাথে উদয়ের ভুল বোঝাবুঝি চলতে থাকে নানা কারণে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘কাভার পেজ’ উন্মুক্ত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ চমক হিসেবে, ফেব্রুয়ারিতে।

সারাবাংলা/এজেডএস

অপূর্ব কাভার পেজ সাবিলা