Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তার ‘শিল্পী’ নিশো-মেহজাবিন


১৪ জানুয়ারি ২০২১ ১৩:০৫

শিল্পী চমক ও জরিনা রাস্তায় রাস্তায় গান গেয়ে টাকা ইনকাম করে। এভাবে ভালই চলছিলো তারা। কিন্তু একদিন জরিনার এলাকায় গান গাইতে চলে আসে শিল্পী চমক। এতেই দেখা দেয় বিপত্তি। শিল্পী চমকের কারনে জরিনার দর্শক কমে যেতে থাকে। কারন শিল্পী চমক পুরুষ ও নারী উভয় কণ্ঠে গান গেয়ে দর্শকদের ব্যতিক্রমী আনন্দ দিয়ে থাকে। এ কারনে তার জনপ্রিয়তাও অনেক বেশি। আর এসব নিয়েই জরিনার সাথে চমকের দ্বন্দ্ব দেখা দেয়। এরপর ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।

বিজ্ঞাপন

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘শিল্পী’। মুহিদুল মুহিমের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন। প্রচারিত হবে শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় আরটিভিতে।

আরটিভি একক নাটক নিশো-মেহজাবিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর