Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাওয়া সবার একটাই


১৮ মার্চ ২০১৮ ১৪:২৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

রোববার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলঙ্কায় শুরু হবে ট্রাইন্যাশন টি-টোয়েন্টি নিদাহাস ট্রফির ফাইনাল। মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

আর এ নিয়েই উত্তেজনা দেশের সবখানে, সব অঙ্গনে, সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে। বুক ভরা প্রত্যাশা নিয়ে খেলা শুরুর অপেক্ষায় আছে সবাই।

শুক্রবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার বিরুদ্ধে গায়ে কাঁটা দেয়া দুর্দান্ত এক জয়ের পর ক্রিকেট প্রেমীদের উৎসাহ বেড়ে গেছে অনেক। সবার প্রত্যাশা এখন একটাই, ট্রফি।

খেলার আগ মুহূর্তে টাইগারদের মনোবল বাড়িয়ে দিচ্ছে লক্ষী সমর্থকরা। সরাসরি কিছু বলতে না পাড়ায় সবাই লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দেশের এই আনন্দ মিছিলে সামিল হয়েছেন তারকারাও। শুটিং ছাড়াও নিজেদের বিভিন্ন কাজের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগারদের জন্য শুভকামনা জানিয়েছেন তারা।

১৬ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর সেই ম্যাচ জয়ের পর ঢালিউড সুপারস্টার শাকিব খান তার ফেজবুকের অফিসিয়াল পেজ থেকে টাইগারদের অভিনন্দন জানিয়েছিলেন।

চিত্রনায়ক সায়মন সাদিক এখন অবস্থান করছেন ভারতে। সেখান থেকেই রোববার (১৮ মার্চ) ফেসবুক বার্তায় সাহস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। তিনি লিখেছেন, ‘তোমরা নাগিন দাও, আমরা কোবরা দেবো! বেঙ্গালুরুতে এক ভারতীয় নাগরিক আমাকে হুমকি দিলো। আমি বললাম, সময় কথা বলবে। সে বললো (হিন্দিতে), চালি যাও এহাছে! আমি কিন্তু পিছপা হইনি। এগিয়ে চলো বাঘের দল, আমরা ভয় পাই না। অফুরন্ত সাহস আর ভালোবাসা তোমাদের জন্য।’

দেশের প্রথম সুপারহিরোইন ‘বিজলী’ খ্যাত অভিনেত্রী ববি। তিনিও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। ১৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর তিনি সামাজিক যোগাযোগম মাধ্যমে লেখেন ‘কংগ্রেটস অল’। ফাইনালেও এই আশা রাখছেন তিনি।

বিজ্ঞাপন

নাট্যনির্মাতা সাগর জাহান বেশ মজা করে লিখেছেন তার ফেসবুক স্ট্যাটাসে। বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপন ভঙ্গি নিয়ে তিনি লেখেন, ‘ভাবতাছি নাচের স্কুলে ভর্তি হমু…কেন ভাই? বলদ, নাগীন ড্যান্স শেখার জন্য। দোয়া রাখিস…’ তিনি আশা করছেন ফাইনালে ভারতকে হারিয়ে নাগিন ড্যান্স দিতে পারবেন।

সাম্প্রতিক সময়ে আলোচিত-সমালোচিত নাম অনন্য মামুন। ‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত এই পরিচালক আশা করেছেন ফাইনালে ছোবল খাবে ভারতীয় দল। তিনি ফেসবুক স্ট্যাটসে লিখেছেন, ‘আজ কিন্তু হবে মামু। আজ আদর করে ছোবল দিয়ে, কাল আবার দাদা করে ডাকব।’

সবার চাওয়া এখন একটাই, জিতবে বাংলাদেশ। আর কাঙ্খিত সেই জয় ভুলিয়ে দেবে শত ক্লান্তি, যান্ত্রিকতা আর দুঃসংবাদের কষ্ট।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর