Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজা কাশেফ গাইলেন বাংলা গান, সঙ্গে রুবাইয়েত জাহান


১২ জানুয়ারি ২০২১ ১৮:৪৩

ব্রিটিশ শিল্পী রাজা কাশেফ প্রথমবারের মত একটি বাংলা গানে কণ্ঠ দিলেন। ‘অনুভবে’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুবাইয়েত জাহান।

কবির বকুলের কথায় রাজা কাশেফের সুর ও সঙ্গীতায়োজনে গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ১৪ জানুয়ারি ডিএমএস তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে গানটির ভিডিও।

প্রথমবার বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত রাজা কাশেফ বলেন, ‘সঙ্গীতই আমার বেঁচে থাকার স্পন্দন। বাংলা গানের প্রতি আমার অন্যরকম এক দুর্বলতা ও প্রেম কাজ করে সব সময়। সেই দুর্বলতা ও প্রেমের টানেই গাইলাম বাংলা গান।’ 

২০১৯ সালের শেষের দিকে রাজা কাশেফ  রুনা লায়লা ফিচারিং ‘লিজেন্ডস ফর এভার’ অ্যালবামের সঙ্গীতায়োজন করেন। উপমাহাদেশের কিংবদন্তি আশা ভোঁসলেসহ সেই অ্যালবামে আরও গেয়েছিলেন উপমহাদেশের  জনপ্রিয় কণ্ঠশিল্পী হরিহরন, আদনান সামী, রাহাত ফাতেহ আলী খান এবং রুনা লায়লা নিজে।

রাজা কাশেফ রুবাইয়েত জাহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর