Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজ্ঞাপনে ‘নাম্বার ওয়ান’ শাকিব খান


১১ জানুয়ারি ২০২১ ২১:০৫

ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে কালে ভদ্রে বিজ্ঞাপনে দেখা যায়। অনেকদিন পর সোমবার (১১ জানুয়ারি) তিনি নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিলেন। আর যেখানে তাকে দেখা যাবে ‘নাম্বার ওয়ান’ হিসেবে।

বিজ্ঞাপনটির নির্মাতা  ‘হাসিনা: ডটারস টেলখ্যাত পিপলু খান এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে।

এফডিসির জসিম ফ্লোরে শুটিং হওয়া বিজ্ঞাপনটি হচ্ছে এসএমসি ওরস্যালাইন-এন এর। নির্মাতা বলেন, শাকিব খানের সঙ্গে আমার প্রথম কাজ। তিনি অসাধারণ একজন ব্যক্তিত্ব। বিজ্ঞাপনটিতে তিনি ‘নাম্বার ওয়ান’। এর বেশি কিছু জানিয়ে চমক নষ্ট করতে চাই না।

২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। বিশেষ উপলক্ষে তিনি পণ্যটির প্রমোশনে কাজ করেন। এর আগেও একবার এসএমসি’র বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে।

নাম্বার ওয়ান বিজ্ঞাপন শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর