আনুশকা-বিরাটের ঘরে এলো কন্যাসন্তান
১১ জানুয়ারি ২০২১ ১৭:৩৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ২০:০০
নতুন বছরের সুসংবাদ। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির সংসারে এল নতুন অতিথি। মুম্বাইয়ের একটি হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন আনুশকা। টুইট করে নিজেই এই সুসংবাদ দিলেন বিরাট কোহলি।
— Virat Kohli (@imVkohli) January 11, 2021
নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর জানাতে গিয়ে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি লিখলেন, ‘আপনাদের জানাতে চাই, এদিন বিকেলে আমাদের পরিবারে ফুটফুটে এক কন্যাসন্তানের আগমন হয়েছে। এত ভালবাসা, শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আনুশকা এবং সদ্যোজাত দু’জনেই ভাল আছে।’
আজ (রোববার) সকালেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আসেন আনুশকা এবং বিরাট। সেখানেই কন্যাসন্তানের জন্ম দেন এই বলিউড অভিনেত্রী।
এর আগে, গত ২৭ আগস্ট সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজের মাধ্যমে সবাইকে আনুশকার মা হওয়ার খবর জানিয়েছিলেন বিরাট কোহলি। তাদের দুজনের একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে আমরা ৩ জন হতে যাচ্ছি।’
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুই দিগন্তের তারকা আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ইতালির ফ্লোরেন্স শহরের ঐতিহ্যবাহী অভিজাত রিসোর্ট ‘বুর্গ ফিনিচ্চিয়াতো’তে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।
আনুশকা শর্মা আনুশকা- বিরাটের কন্যাসন্তান টপ নিউজ বিরাট কোহলি