Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলার আয়োজনে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’


১১ জানুয়ারি ২০২১ ১৭:১৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। মূখ্য আলোচক হিসেবে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব মো. নওসাদ হোসেন।

আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে একক সঙ্গীত পরিবেশন করেন এস আই টুটুল, অনুপমা মুক্তি, প্রিয়াংকা বিশ্বাস, কিশোর, ঝিলিক, হৈমন্তী রক্ষিত। জয়দীপ পালিত-এর নৃত্য পরিচালনায় ‘ঐ মহামানব আসে’ শিরোনামে সমবেত নৃত্য এবং অমিত চৌধুরী’র নৃত্য পরিচালনায় নৃত্যালেখ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন সংগ্রাম’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। ওয়ার্দা রিহাব-এর নৃত্য পরিচালনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা নৃত্যনাট্য ‘যতদিন রবে পদ্মা মেঘনা’ পরিবেশন করে ধৃতি নর্ত্তনালয়। কবি-কামাল চৌধুরী’র কবিতা ‘১০ জানুয়ারি ১৯৭২’ এবং কবি-মুহম্মদ নূরুল হুদা’র কবিতা ‘অজেয় জাতির অজেয় পিতা’ দুটি কবিতা আবৃত্তি করেন শিল্পী প্রজ্ঞা লাবনী।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশ শিল্পকলা একাডেমি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর