Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের সঙ্গে সম্পর্ক ঠিক হলো সেলিম খানের


১০ জানুয়ারি ২০২১ ২০:৪০

‘শাহেনশাহ’র পর থেকে শাকিব খানের সঙ্গে শাপলা মিডিয়ার সম্পর্ক খারাপ। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান শিডিউল ফাঁসানোসহ নানান অভিযোগ করেন শাকিবের বিরুদ্ধে। বছর দেড়েক আগে এ অভিযোগ পর থেকে দ্বন্দ্বের শুরু। সে দ্বন্দ্ব অবশেষে মিটমাট হয়েছে।

মিটমাট হয়েছে মাত্র একটি বিয়ের কার্ডে। অবিশ্বাস্য হলেও এটি সত্যি। বোনের বিয়ের কার্ড নিয়ে শাকিবের কাছে শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় যান সেলিম খানের ছেলে নায়ক শান্ত খান।

বিজ্ঞাপন

আর তাতেই মুগ্ধ হন শাকিব খান। বন্ধু প্রযোজক মো: ইকবালের ফোন থেকে কথা বলেন সেলিম খানের সঙ্গে। ভেদাভেদ ভুলে আবার এক হওয়ার কথা জানান তারা দুজন।

ঘটনার স্বাক্ষী মো: ইকবাল জানান, তিনি আর শাকিব খান বসে আড্ডা দিচ্ছিলেন। তখনই কার্ড নিয়ে হাজির হন শান্ত। আর ওই মুহুর্তে ইকবালের ফোন থেকে সেলিম ও শাকিবের কথা হয়।

আগামী ১৫ জানুয়ারি সেলিম খানের মেয়ের বিয়ে হবে। পাত্র সেনাবাহিনীতে চাকরি করেন।

দ্বন্দ্ব শাকিব খান শাহেনশাহ সেলিম খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর