Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২৬নং প্ল্যাটফর্ম’-এ একটি মেয়ে ও একজন টিটি


১০ জানুয়ারি ২০২১ ২০:৩৮

দীর্ঘ অপেক্ষার পর কলকাতা থেকে একটি ট্রেন এসে থামলো রেল স্টেশনে। অনেক উদ্বেগ আর উৎকন্ঠা নিয়ে লাগেজ নিয়ে ট্রেন থেকে নামলো সুকন্যা। হুট করে এক ছিনতাইকারী উড়ে এসে ছোঁ মেরে সুকন্যার হাতব্যাগ নিয়ে দৌঁড়। সুকন্যাও কম না, ধরে ফেললো ছিনতাইকারীকে; হুলুস্থুল কান্ড। ঘটনাস্থলে টিটি এসে হৈ চৈ শুরু করলে সুকন্যাও ছেড়ে কথা বললোনা।

এবার সুকন্যা ২৬নং প্ল্যাটফর্মের একটা বেঞ্চে গিয়ে বসলো। সে কলকাতা থেকে অভি’র জন্য এদেশে এসেছে। কিন্তু ফোন করে অভি’র নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। অপেক্ষা করতে করতে প্রায় রাত। সামনে দিয়ে সেই টিটি যাচ্ছিল দেখে তার কাছে সাহায্য প্রার্থনা করে সুকন্যা। এবার টিটি নিজেই ভয় পায়। টিটি’র কাছে সমস্ত ঘটনা খুলে বলে সুকন্যা।

বিজ্ঞাপন

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘২৬নং প্ল্যাটফর্ম’। নাভিল আহমেদ অভি’র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, সালহা খানম নাদিয়া প্রমূখ।

‘২৬নং প্ল্যাটফর্ম’ প্রচারিত হবে সোমবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

আফরান নিশো একক নাটক ‘২৬নং প্ল্যাটফর্ম’ এনটিভি নাভিল আহমেদ অভি সালহা খানম নাদিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর