অভিনয়ে ক্রিকেটার ইরফান পাঠান
৯ জানুয়ারি ২০২১ ২২:৩১
গত বছরের জানুয়ারিতে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার ইরফান পাঠান। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলার পর আর কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে মাঠে নামেননি তিনি। গত মার্চে স্রেফ দুটি প্রীতি ম্যাচ খেলেছেন ভারতের সাবেকদের হয়ে। এরপর ব্যস্ত ছিলেন আইপিএল-এর ধারাভাষ্য নিয়ে। কিন্তু এই মুহুর্তে তাকে নিয়ে চমকপ্রদ খবর, বড় পর্দায় ডেবিউ করে ফেললেন এই ক্রিকেটার। ছবির নাম ‘কোবরা’।
শুক্রবার (৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘কোবরা’র টিজার। এই ছবিতে তুর্কি ইন্টারপোল অফিসারের ভূমিকায় দেখা যাবে ইরফানকে। তার চরিত্রটির নাম আসলান ইলমাজ। যিনি কিনা খুঁজে বেড়াচ্ছেন কোবরাকে। আর এই কোবরা হলেন একজন গণিতজ্ঞ। ‘কোবরা’র চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা বিক্রম। শোনা যাচ্ছে, ছবিতে বিশ রকম লুকে দেখা যাবে বিক্রমকে। কোবরা রূপী বিক্রমকে আসলান রূপী ইরফান ধরতে পারবেন কিনা তা ছবি মুক্তির পরই বোঝা যাবে।
এই বছর গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। তবে করোনার কারণে শ্যুটিং বন্ধ হয়ে যায়। রাশিয়া থেকে ফিরে আসে পুরো ইউনিট। পরিস্থিতি একটু ঠিক হতেই ফের শুরু হয়েছে ছবির কাজ। তবে ‘কোবরা’র মুক্তির নতুন তারিখ এখনও নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়নি।