নিখিলের সঙ্গে দূরত্ব, নুসরাত কি এখন ‘যশ’প্রার্থী!
৯ জানুয়ারি ২০২১ ২০:২৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ১৫:২৮
সাংসদ হওয়ার পরপরই বেশ ঘটা করেই বিয়েটা সেরেছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ভারতে নয়, তুরস্কে হয়েছিল ডেস্টিনেশন ওয়েডিং। কিন্তু ফাটল ধরেছে নুসরাত আর নিখিলের সেই দাম্পত্যে! বেশ কিছুদিন ধরেই টলিউড পাড়ায় শোনা যাচ্ছে এই গুঞ্জন। তাতে আবার নতুন করে ব্যাপক আলোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটে। যেখানে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন নুসরাত জাহান এবং নিখিল জৈন। এমনকী জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী নুসরাতকে উইশ পর্যন্ত করেননি নিখিল। এতেই জোরদার হয়েছে বিয়ে ভাঙার জল্পনা।
বিভিন্ন সুত্রে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘SOS কলকাতা’ ছবির সহ-অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নাকি নৈকট্য তৈরি হয়েছে নুসরতের। দু’জনে নাকি একসঙ্গে রাজস্থানেও বেড়াতে গিয়েছিলেন।
এদিকে জন্মদিনে ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে জড়িয়ে পরার কথা অস্বীকার করে নুসরাত বললেন, “আমি তো এর আগেও যশের সঙ্গে দু’টো ছবি করেছি। কিছু তো হয়নি আগে। তখন তো আমি বিয়েও করিনি। যখন ‘ওয়ান’ করেছিলাম, আমার কাছে তো ওপেন চান্স ছিল।”। যদিও সেই সাক্ষাৎকারে আলাদা থাকার কথা স্বীকার করে নিয়েছেন নুসরাত। জানালেন, ব্যক্তিগত কারণেই আলাদা থাকার সিদ্ধান্ত। এরপরই আবার বললেন, ‘বাইরে থেকে সবসময় মেয়েদের ভুলই দেখা হয়, কিন্তু সবসময় মেয়েদের ভুল হয় না।’
উল্লেখ্য, গত নভেম্বর মাসের ১৬ তারিখ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেষবারের মত নুসরাতের সঙ্গে ছবি আপলোড করেছিলেন নিখিল। পারিবারিক ছবি শেয়ার করে জানিয়েছিলেন দিওয়ালির শুভেচ্ছা। কিন্তু বেস কিছুদিন যাবত নুসরাতের প্রোফাইলে নিখিলের সঙ্গে তার নিজের কোন ছবি নেই।
এসব দেখে অনুরাগীদের এখন একটাই প্রশ্ন- সত্যিই কি বিয়েটা দেড় বছরের মাথায় ভাঙতে চলেছে?