Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনস্টাগ্রামে আসলেন শাবনূর


৮ জানুয়ারি ২০২১ ১৯:১৮

টানা দুই দশক দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন শাবনূর। তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য আইডি, পেইজ। তবে এসবরই কোন কিছু তিনি নিজে চালান না বলে জানিয়েছেন তিনি। তবে তাকে এখন থেকে পাওয়া যাবে ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন শাবনূর নিজেই। তিনি বলেন, মাত্র আড়াই মাস হলো আমি ইনস্টাগ্রামে আইডি খুলেছি। আমার আইডির নাম shabnoor_sabnur। এটি ছাড়া যত জায়গায় যত আইডি আছে তার সবই ভুয়া।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বেশ ভালো লাগে এখানে সময় দিতে। মানুষের নানারকম মন্তব্য পাওয়া যায়। সবাই আমাকে এখনও এত পছন্দ করে। মনে হচ্ছে আরও আগে এখানে আসা উচিত ছিল।

শাবনূরের ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার রয়েছে এক হাজারের অধিক। তিনি নিজে ফলো করেন ৪০জন ব্যক্তিকে।

বাংলাদেশের অন্যতম নায়িকা শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯৩ সালে ‘চাঁদনি রাতে’ সিনেমার মধ্য দিয়ে। তিনি সালমান শাহ, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, মান্নাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। শতাধিক সিনেমায় অভিনয় করা শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই ন্য়নের আলো’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

ইনস্টাগ্রাম শাবনূর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর